আফগানিস্তানে ভারতের কনস্যুলেটে সন্ত্রাসী হামলা

মাথাভাঙ্গা মনিটর: আফগানিস্তানে ভারতের কনস্যুলেটে সন্ত্রাসী হামলা হয়েছে। গতকাল রোববার রাতে উত্তরাঞ্চলীয় মাজার-ই শরীফে ওই হামলার ঘটনা ঘটে। ভারতে পাঞ্জাবের পাঠানকোটে বিমান ঘাঁটিতে জঙ্গি হামলার রেশ কাটতে না কাটতেই আফগানিস্তানে আক্রান্ত হলো ভারতের কনস্যুলেট।
স্থানীয় গভর্নরের মুখপাত্র জানিয়েছেন, গতকাল রোববার রাতে সশস্ত্র কয়েকজন কনস্যুলেটে প্রবেশের চেষ্টা চালায়। বিস্ফোরণ এবং গুলির শব্দ শোনা গেছে সেখানে। কয়েকজন বন্দুকধারী একটি ভবনের মধ্যে অবস্থান নিয়ে কনস্যুলেট লক্ষ্য করে গুলি করে। কনস্যুলেটে সব স্টাফ নিরাপদ আছে বলে নিশ্চিত করেছেন ভারতের কনসাল জেনারেল। এদিকে কাবুল থেকে আলজাজিরা প্রতিনিধির পাঠানো খবরে বলা হয়েছে, হামলার ঘটনায় কয়েকজন হতাহত হলেও এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। গত শনিবার রাতে ভারতে পাঞ্জাব রাজ্যের পাঠানকোটে বিমানবাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসীরা হামলা করে। পাকিস্তান সীমান্তের কাছে ওই হামলার ঘটনায় ভারতের চার সেনা ও তিন হামলাকারী নিহত হয়। এছাড়া আহত হয় ২০ জন। আফগানিস্তানে ভারতের কুটনৈতিক স্থাপনায় এর আগেও হামলা হয়েছে। কয়েকবছর আগে কাবুলে ভারতীয় হাইকমিশনে হামরা হয়েছিলো।