জননেত্রী শেখ হাসিনা ও হুইপ ছেলুন ছবি ভাংচুর করার অভিযোগ।

ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের তিতুদহ গ্রামের আওয়ামী লীগ নেতা টিপু ও তার দলবলের বিরুদ্ধে তিতুদহ ইউনিয়নের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, প্রধানমন্ত্রী, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, জেলা যুবলীগ, তিতুদহ ইউনিয়নের আওয়ামী লীগ নেতা শুকুর আলীর গেট ও দোকান ভাঙচুর লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে জেলা যুবলীগ ও আওয়ামী লীগ নেতা শুকুর আলী জানান তিতুদহ আওয়ামী লীগের জন বিচ্ছিন্ন নেতা টিপু ও তার দলবল গত পরশু শনিবার রাত আনুমানিক ১২টার দিকে গিরিশনগর বাজারে বিভিন্ন পোস্টার ও অফিস ভাঙচুর করে। এছাড়া ও গতকাল রোববার বেলা ১টার দিকে টিপু ও খেজুর তলার মতিনের নেতৃত্বে কালুপোল বাজারের খোকনের দোকান ভাঙচুর ও নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে বলে অভিযোগে জানানো হয়। এছাড়া গত পরশু শনিবার রাতে বলদিয়ার সাবেক মেম্বার আ. লতিপ ও বাবুল আক্তারের নেতৃত্বে হিজলগাড়ী বাজারের গেটে লাগানো দলীয় নেতাদের ছবি কেটে দেয়া হয়েছে এবং বলদিয়া মাদরাসার সামনের গেটটিতে বোমা মারা হয়েছে। এ সময় তিনি আরও বলেন আমি গরীব মানুষের পাশে থেকে তাদের উপকার করে থাকি, এটা কথিত নেতাদের স্বার্থের ক্ষতি হচ্ছে। এজন্য তারা গত পরশু বলদিয়ার মাদরাসার নিকট সভা থেকে আমার জনপ্রিয়তায় ঈর্ষাম্বিত হয়ে আমার কর্মকাণ্ডকে সন্ত্রাসী আখ্যা দিয়ে অপপ্রচার চালাচ্ছে বেড়াচ্ছে। যারা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি ভাঙচুর করে তারা আওয়ামী লীগের শত্রু ও বিএনপি জামাতের দোসর।