ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ : চুয়াডাঙ্গায় ৪ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ ৪ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে আজ সোমবার সকাল ৭টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সোয়া ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সকাল ১০টায় জেলা শহরে বের করা হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। দুপুর ১২টায় আলোচনাসভা ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হবে। আজকের দিনভর অনুষ্ঠেয় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি উপস্থিত থাকবেন বলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন। তিনি জানান, অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি রুবায়েত বিন আজাদ সুস্থির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ। আগামীকাল মঙ্গলবারের কর্মসূচির মধ্যে আছে সকাল ১০টায় স্বেচ্ছায় রক্তদান। পরশু বুধবার জেলা ছাত্রলীগের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে দুস্থ-শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ। আগামী ৭ জানুয়ারির কর্মসূচিতে আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীমূলক গ্রন্থ বিতরণ ও পাঠ্যচক্রের উদ্বোধন। কর্মসূচিগুলো সফল করার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক।