আদালতের সমন থেকে রেহাই পাবেন মোদী : যুক্তরাষ্ট্র

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্র সফরে সরকার প্রধান হিসেবে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়মুক্তি ও ব্যক্তিগত সুরক্ষা পাবেন বলে সাফ জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। সফরের সময় মোদির কাছে যুক্তরাষ্ট্রের আদালতের কোনো সমনও দেয়া হবে না বলে শুক্রবার নিশ্চিত করেছেন দেশটির জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তারা। গত বৃহস্পতিবার নিউইয়র্কের একটি আদালত ২০০২ সালে গুজরাটে সংঘবদ্ধ ভয়াবহ সহিংসতার জন্য মোদির বিরুদ্ধে সমন জারি করেছিলেন। ২০০২ সালের ওই ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গাকালে ভারতীয় রাজ্য গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন মোদি। এক যুগ আগের ওই দাঙ্গার সহিংসতা থেকে বেঁচে যাওয়া দু ব্যক্তির পক্ষে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার গোষ্ঠি আমেরিকান জাস্টিস সেন্টারের (এজেসি) অভিযোগের প্রেক্ষিতে সমনটি জারি করেন আদালত। মোদির যুক্তরাষ্ট্র সফর তদারক করার দায়িত্বে নিযুক্ত যুক্তরাষ্ট্র প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, তারা ওই সমন জারির বিষয়টি সম্পর্কে জ্ঞাত আছেন। তারা বলেছেন, চলতি সরকার প্রধান দায়মুক্তি ও ব্যক্তিগত সুরক্ষা পেয়ে থাকেন। তবে মামলা সম্পর্কে কোনো মন্তব্য করেননি তারা। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে আসা সব প্রতিনিধি দলের প্রধানরাই একই ধরনের দায়মুক্তি ভোগ করে থাকেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তারা।