গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল : জাতিসংঘে আব্বাস

মাথাভাঙ্গা মনিটর: জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণে ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজায় গণহত্যার যুদ্ধ চালানোর জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন। গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধের সাজা হওয়া উচিত বলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের অধিবেশনে দেয়া ভাষণে মন্তব্য করেন আব্বাস। এ ইস্যুটি আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে যাবেন বলে এর আগে হুমকি দিলেও ভাষণে সেই প্রসঙ্গটি তিনি এড়িয়ে যান। আব্বাস বলেন, গাজার ধ্বংসযজ্ঞ নজিরবিহীন এবং এটি অতীতের সব যুদ্ধের ধ্বংসযজ্ঞকে ছাড়িয়ে গেছে। তিনি বলেন, গাজার শেষ যুদ্ধটি ছিলো ধারাবাহিক যুদ্ধাপরাধ। চোখ-কান খোলা পুরো বিশ্বের সামনে মুহূর্তের পর মুহূর্ত ধরে ঘটনাটি ঘটানো হয়েছে। ১৯৬৭ সালে দখল করা ফিলিস্তিনি ভূমির দখল ছেড়ে দিয়ে, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে একমত হওয়ার পরও বিষয়গুলো বাস্তবায়ন না করা এবং এগুলোর উল্লেখ পর্যন্ত না করায় আলোচনার আর কোনো অর্থ নেই এবং এর কোনো মূল্যও নেই, ইসরায়েলের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার প্রসঙ্গে বলেন আব্বাস। ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীনতার সময় হয়েছে বলে ভাষণে জোর দিয়ে বলেন ফিলিস্তিনি এ নেতা। ফিলিস্তিনি সমস্যার দ্বিরাষ্ট্রিয় সমাধানের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করবেন বলে জানিয়েছেন আব্বাস। তবে এর কোনো সময়সীমা উল্লেখ করেননি তিনি। মাহমুদ আব্বাসের এ বক্তব্যের সময় অধিবেশনে ইসরায়েলি কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। কিন্তু ভাষণ শেষে আব্বাসের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে এক আক্রমাণাত্মক বলে বর্ণনা করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আব্বাসের বক্তব্যকে কূটনৈতিক সন্ত্রাসবাদ বলে বর্ণনা করেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী আভিগডর লিবারম্যান।