আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শৈলকুপায় বিক্ষোভ

 

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে দলীয় নেতাকর্মীরা। গতকাল শুক্রবার সকালে শৈলকুপা উপজেলার বোয়ালিয়াবাজারে উপজেলা আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আবদুল হাই। কাঁচেরকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন ঝন্টুর সভাপতিত্বে সমাবেশ অন্যান্যের মধ্যে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, কাঁচেরকোল ইউপি চেয়ারম্যান সালাউদ্দীন জোয়ার্দ্দার মামুন, বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সহসভাপতি ইউনূস আলী, ছাত্রলীগ নেতা জুয়েল হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, গত ১৯ ফেব্রুয়ারি উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় বোয়ালিয়া গ্রামে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলা করে বিএনপি-জামায়াত কর্মীরা। এতে অন্তত ২০ জন আহত হয়। সমাবেশে বক্তারা এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন। তারা বলেন, গণতন্ত্রকে ধ্বংস করে বাংলাদেশকে সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে জামায়াত-বিএনপি। আওয়ামী লীগের নেতাদের হত্যার চেষ্টা তারই প্রতিফলন। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল থেকে দু শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।