কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকল ২৪ ঘণ্টা ধরে মাড়াই বন্ধ : ৫০ লাখ টাকার লোকসান

 

কালীগঞ্জ প্রতিনিধি: শ্রমিক কর্মচারীদের কর্তব্যে অবহেলা, অনিয়ম ও  নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহারের কারণে ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলে ২৪ ঘণ্টা ধরে মাড়াই বন্ধ রয়েছে। যায় ফলে চিনিকলের ৫০ লাখ টাকা লোকসান হয়েছে। মোবারকগঞ্জ চিনিকলের এমডি দেলোয়ার হোসেন জানান, গত পরশু বৃহস্পতিবার রাত থেকে বয়লার মেশিনের বড় ধরনের যান্ত্রিক ত্রুটির কারণে ৬ হাজার টন আখমাড়াই বন্ধ রয়েছে। কারখানার ভেতর ও মাঠে ১১টি সাবজনের অধীনে ১ হাজার টন আখ শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। যায় ফলে চিনিকলের ৫০ লাখ টাকা লোকসান হয়েছে। জেলার চাষিরা অভিযোগ করেছেন, শ্রমিক কর্মচারীদের কর্তব্যে অবহেলা অনিয়ম নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহারের কারণে এ সমস্যা দেখা দিয়েছে। চিনিকলের এমডি জানিয়েছেন মেশিনটি মেরামতের কাজ চলছে। আজ রাতে (গতকাল) মিলটির আখমাড়াই চালু হবে বলে জানিয়েছেন তিনি।