অমিতাভ বচ্চনকে মার্কিন আদালতের সমন

 

মাথাভাঙ্গা মনিটর: একটি মানবাধিকার মামলায় ১৯৮৪’র দাঙ্গা নিয়ে অমিতাভ বচ্চনকে সমন পাঠালেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। শিখ সম্প্রদায়ের অধিকার রক্ষার একটি  সংগঠনের তরফে পেশ করা মামলায় এ সমন পাঠানো হয়েছে বিগ-বিকে। যুক্তরাষ্ট্রের একটি জেলা আদালত একটি শিখ সংগঠনের পক্ষ থেকে করা মামলায় এ সমন পাঠিয়েছেন। অভিযোগকারীদের মধ্যে দুজন শিখ দাঙ্গার আক্রান্তও রয়েছেন। তাদের  মধ্যে একজন দিল্লিতে থাকেন, অপরজন বর্তমানে মার্কিন মুল্লুকের নিবাসী। আদালত নির্দেশ দিয়েছেন ২১ দিনের মধ্যে জবাব দিতে হবে অমিতাভ বচ্চনকে। ৩৫ পাতার অভিযোগ পাত্রে বচ্চনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। অভিযোগ, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর উসকানিমূলক মন্তব্য করেছিলেন অভিমাত বচ্চন। সেই থেকেই আগুন দাঙ্গায় পরিণত হয়ে যায়।