জীবননগরে অ্যানথ্রাক্সে আক্রান্ত গরুর মাংস বিক্রির অপচেষ্টা

জীবননগর ব্যুরো: গতকাল মঙ্গলবার বিকেলে জীবননগর মাংস বাজারে অ্যানথ্রাক্সে আক্রান্ত একটি গরু জবাই করে মাংস বিক্রির অপচেষ্টা করা হয়েছে। খবর পেয়ে জীবননগর পৌরসভার স্বাস্থ্য বিভাগ অভিযান চালিয়ে জবাইকৃত গরু মাটিতে পুঁতে ফেলে।

পৌর সূত্র জানায়, জীবননগর বাজারের মাংসব্যবসায়ী কিরণ গতকাল উপজেলার নতুন তেঁতুলিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মহাসিনের (২৮) নিকট থেকে একটি অসুস্থ গরু কিনে তা জবাই করেন। জবাইকৃত গরুর চামড়া ছাড়ানোকালে এর মাংস থেকে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জীবননগর পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আত্তাব উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি তাৎক্ষণিকভাবে পৌর সেনেটারি ইন্সপেক্টর জাহিদুল ইসলাম খবর দেন। জাহিদুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে জবাইকৃত গরুটি অ্যানথ্রাক্সে আক্রান্ত বলে শনাক্ত করেন। পরে জবাইকৃত গরু দত্তনগর সড়কে এনে মাটিতে পুঁতে ফেলা হয়। এ সময় পৌর কাউন্সিলর আত্তাব উদ্দিন, কাউন্সিলর নবী শাহ্, পৌর সেনেটারি ইন্সপেক্টর জাহিদুল ইসলাম ও টিকাদান সুপারভাইজার জামাল উদ্দিন প্রমুখ।