বরফাচ্ছন্ন অ্যান্টার্কটিকায় বিমানক্ষেত্র বানাবে চীন

 

মাথাভাঙ্গা মনিটর: রাজনীতিমুক্ত অ্যান্টার্কটিকা মহাদেশে একটি বিমানক্ষেত্র প্রতিষ্ঠার পরকিল্পনা করছে চীন। একটি সংবাদমাধ্যম বলেছে, পূর্ব অ্যান্টার্কটিকার লারসেম্যান পাহাড়ি এলাকার চীনা অ্যান্টার্কটিকা ঝংসান স্টেশনের কাছে চীন সরকার এ বিমানক্ষেত্র তৈরির পরিকল্পনা করেছে। বরফাচ্ছন্ন মহাদেশে চীনের যে চারটি গবেষণা কেন্দ্র রয়েছে সেগুলোকে সহায়তা করবে এ বিমানক্ষেত্র। তবে এর রানওয়ের দৈর্ঘ্য কিংবা সক্ষমতা কি হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার চীনের জুয়ে লং বা স্নো ড্রাগন নামের আইসব্রেকার অ্যান্টার্কটিকায় অভিযানে রওনা দেবে। এর আগে, গত এপ্রিল মাসে স্নো ড্রাগন তার ৩০তম অভিযান শেষ করে। প্রায় ৩০ বছর আগে দক্ষিণ মেরু বা অ্যান্টার্কটিকায় অভিযান শুরু করে চীন।