অবশেষে বাংলাদেশি শ্রমিক নিতে সৌদিরা বাড়তি সতর্ক

স্টাফ রিপোর্টার: গত ২০ এপ্রিল থেকে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে ভিসা দেয়ার কার্যক্রম চালু হলেও এ বিষয়ে সৌদিদের সাড়া কম।  সৌদি পত্রপত্রিকায় ২০ এপ্রিল খবর ছাপা হয়েছে যে, সৌদি আরবের চাকরিদাতারা বাংলাদেশিদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ দিতে যদিও সৌদি আরবের ৩৩৭টির বেশি নিয়োগদাতা অফিস ও কোম্পানি বাংলাদেশি কর্মীদের বিষয়ে বিস্তারিত বিবরণ প্রকাশ করেছে। জেদ্দা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নিয়োগ কমিটির সদস্য হাসান ওসমান বলেন, বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগ দেয়ার প্রশ্নে সৌদি নিয়োগদাতা কোম্পানিগুলো সতর্ক।