১ হাজার টাকার জালনোট দিয়ে সিগারেট কেনার সময় বিপত্তি

চুয়াডাঙ্গা জাফরপুর মোড়ে মুদিদোকানির সন্দেহ শেষ পর্যন্ত সত্যি : পুলিশে খবর-৩

 

স্টাফ রিপোর্টার: এক হাজার টাকার জালনোট দিয়ে সিগারেট কিনতে গিয়ে জাফরপুরের জনতার হাতে ধরা পড়েছে বহিরাগত এক ব্যক্তি। গতরাত ৯টার দিকে তাকে চুয়াডাঙ্গার জাফরপুর মোড়ের একটি মুদিদোকান থেকে আটক করে পুলিশে খবর দেয়া হয়। সদর থানার এসআই জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে জনতার মাঝ থেকে তাকে গ্রেফতার করেন। তিনিই বাদি হয়ে সদর থানায় একটি মামলা রুজু করেছেন।

জাল টাকার নোট দিয়ে সিগারেট কেনার সময় ধরা পড়া ব্যক্তি পরিচয় দিতে গিয়ে বলেছে, নাম আরিফ (৩০)। পিতার নাম খবির উদ্দীন। বাড়ি গোপালগঞ্জের বেতগাও। সে চুয়াডাঙ্গায় রং মিস্ত্রির কাজ করতে এসেছে বলে জানালেও কোথায় কাজ করছে তা যেমন বলতে পারেনি, তেমনই জাফরপুর মোড়ে কেন ঘুরছিলো? সে প্রশ্নেরও সদুত্তর দিতে পারেনি। ফলে তাকে নিয়ে ঘোরতর সন্দেহ দানা বাধে স্থানীয়দের। যদিও কিছু যুবক তাকে তাদের হেফাজতে নেয়ার জন্য উঠে পড়ে লাগে।

স্থানীয়রা বলেছেন, রাত আনুমানিক ৯টার দিকে জাফরপুর মোরে আলী আকবরের দোকানের সামনে দাঁড়িয়ে এক প্যাকেট গোল্ডলিফ সিগারেট চান। সিগারেট দিলে এক হাজার টাকার নোট দেয় দোকানিকে। দোকানির সন্দেহ হলে নোটটি পাল্টে দিতে বলে। অপর একটি নোট দিলেও দোকানির সন্দেহ যায়নি। তিনি পার্শ্ববর্তী দোকানিসহ স্থানীয়দের দেখালে তারা জালনোট বলে জানান। আরিফ অবশ্য জালনোট কারবারের কথা অস্বীকার করেন। পুলিশে খবর দেয়া হয়। সদর থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। টাকার জালনোটসহ তাকে গ্রেফতার করে। আরিফের নিকট আরো ৮টি এক হাজার টাকার নোট ছিলো। পুলিশ তা যাচাইয়ের প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।