হাউলী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন

 

 

ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তর করতে হবে

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার হাউলী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন হাউলী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টুর শপথবাক্য পাঠ করান। তিনি নবনির্বাচিত চেয়ারম্যানকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, শুধু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করলে হবেনা, মেধাত্যাগ আর ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে হাউলী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে হবে।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মল্লিক সাঈদ মাহবুব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনজুমান আরা, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, হাউলী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সলেমান মল্লিক, সহসভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, ১নং যুগ্মসম্পাদক ইউসুফ আলী, ২নং যুগ্মসম্পাদক শামসুল মেম্বার, কোষাধ্যক্ষ জামাল হোসেন, ছাত্রদল নেতা তাজ আলম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নবনির্বাচিত চেয়ারম্যান আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে দায়িত্বভার গ্রহণ করবেন।