হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ ৬ জন নিহত

 

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের বাহুবল ও আজমিরীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন স্কুল ছাত্রসহ ৬ জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয় ৫জন। এলাকাবাসী জানায়, সোমবার সকালে নির্মাণ শ্রমিকবাহী একটি পিকআপ ভ্যান ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে বাহুবল উপজেলার কামাইছড়া নামক স্থানে পৌছলে বিপরীতমুখী একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবু জাহের নামে একজন মারা যায়। পরে বাহুবল হাসপাতালে নেয়ার পর বেনু মিয়া ও ফারুক মিয়া, সিলেট নেয়ার পথে ফারুক মিয়ার বাবা আরব আলী এবং মৌলভীবাজার হাসপাতালে নাহিদুল ইসলাম মারা যায়। তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার মনকোটা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়ে কামাইছড়া পুলিশ ফাঁড়ি ও লছনা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এদিকে আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগড় গ্রামের কয়েকজন জেএসসি পরীক্ষার্থী সকালে একটি ব্যাটারি চালিত টমটমযোগে মিয়াধন মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা হয়ে নগর কবরস্থান এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় রাজু চন্দ্র গোপ নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাকে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। সে নোয়াগড় গ্রামের নিপেন্দ্র চন্দ্র গোপের ছেলে।