কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা : সাংবাদিক প্রবেশে বাধা!

স্টাফ রিপোর্টার: ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির চারদিন ব্যাপি ভর্তি পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। প্রথম দিনের সকালের শিফটের পরীক্ষায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হয়। এ সময় জনসংযোগ কর্মকর্তা এসএম হাফিজুর রহমান সাংবাদিকদের পরীক্ষার হলে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে বলে জানান। পরে এক সাংবাদিক বিজ্ঞান ভবনে ছবি তুলতে গেলে তাকে বাধা দিয়ে বের করে দেন ওই কক্ষের পরিদর্শক অর্থনীতি বিভাগের প্রভাষক আলফাতুন্নাহার রুমা। পরীক্ষা শেষে ভিসি প্রফেসর ড. মোহীত উল আলম নিজ দপ্তরে সাংবাদিকদের নিয়ে বৈঠক করে ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। একটি ভুল বোঝাবুঝির কারণে ওই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলেও ভিসি উল্লেখ করেন। বৈঠকে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্টার ড. হুমায়ুন কবীর, মিডিয়া উপকমিটির প্রধান প্রফেসর ড. রশিদুন্নবী, জনসংযোগ কর্মকার্তা এসএম হাফিজুর রহমান, ভিসি কার্যালয়ের প্রধান কর্মকর্তাসহ প্রমুখ। ট্রেজারার প্রফেসর ড. আবুল বাসারের সিদ্ধান্তে সাংবাদিকদের পরীক্ষার হলে ঢুকতে দেয়া হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। এ ব্যাপারে ট্রেজারারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পরীক্ষার হলে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। কর্তৃপক্ষের সাথে প্রয়োজনে সাংবাদিকরা পরীক্ষার হলে প্রবেশ করতে পারেন। এককভাবে সাংবাদিকরা পরীক্ষার হলে প্রবেশ করতে পারে না।