নাইজেরিয়ায় স্কুলে বোমা হামলায় নিহত ৪৮

মাথাভাঙ্গা মনিটর: নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে পটিসকাম শহরে একটি স্কুলের এসেম্বলিতে বোমা হামলায় অন্তত ৪৮ জন নিহত হয়েছে। হাসপাতালের একজন কর্মকর্তা একথা বলেছেন। ইয়োবে রাজ্যে এ হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। পটিসকমে গভমেন্ট সায়েন্স সেকেন্ডারি স্কুল (জিএসএস) এর এক শিক্ষক মরিয়ম ইব্রাহিম রয়টার্সকে বলেন, তিনি স্কুলে পৌঁছানোর সময়টিতেই বোমা হামলা হয়। স্কুলের ছাত্রছাত্রীরা তখন সকালের এসেম্বলিতে ছিলো। পটিসকমের অধিবাসী আলিয়ু আবুবকর বলেছেন, তিনি তার দু ছেলেকে কাছাকাছি একটি ইসলামিক কলেজে নামিয়ে দেয়ার সময় বিস্ফোরণের শব্দ শোনেন। তিনি বলেন, আমার এক ছেলে পড়ে যায়। আমি তাকে টেনে নিয়ে চলে আসি এবং বাড়ি ফিরে যাই। পটিসকামের জেনারেল হাসপাতালে ৩৫টি লাশ পৌঁছার কথা জানিয়েছেন কর্মকর্তারা। গুরুতর আহত আরো অনেকেই আছে এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান তারা। নাইজেরিয়ায় বোকো হারাম জঙ্গি গোষ্ঠী বিভিন্ন স্কুল লক্ষ্য করে হামলা চালানোসহ ছাত্রছাত্রীদেরকে অপহরণ করার মত তৎপরতা চালিয়ে আসছে। তাদের জঙ্গি হামলায় এ পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে।