সোয়াইন ফ্লু : হাসপাতালে বিশেষ ইউনিট খোলার নির্দেশ

 

স্টাফ রিপোর্টার: সোয়াইন ফ্লু’র সংক্রমণ ঠেকাতে বক্ষব্যাধি ও সংক্রামক ব্যাধি হাসপাতালসহ দেশের ৬৪ জেলা হাসপাতালে বিশেষ ইউনিট খোলার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল বুধবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সোয়াইন ফ্লু প্রতিরোধে করণীয় বিষয়ে জরুরি সভায় মন্ত্রী এ নির্দেশ দেন।.

সভায স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক এবং মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সম্প্রতি ভারতে সোয়াইন ফ্লু বিস্তারে প্রাণহানির ঘটনা ঘটছে। বাংলাদেশে আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। যদি কোনো ব্যক্তি সোয়াইন ফ্লুতে আক্রান্ত হন তবে সাথে সাথে তাকে ওই ইউনিটে প্রেরণ করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ মজুদ করার জন্য নির্দেশ দেন।

ঢাকা বিমানবন্দরসহ বিভিন্ন বন্দরে স্থাপিত সাতটি থার্মাল স্ক্যানারগুলোকে বিদেশ থেকে বিশেষ করে ভারত থেকে আগত যাত্রীদের জ্বর পরীক্ষার কাজে ব্যবহার করার জন্য নির্দেশ দেন। তিনি বলেন, সেখানে কর্তব্যরত মেডিকেল টিমগুলোকে সতর্ক থেকে এ সংক্রামক রোগ প্রতিরোধে প্রস্তুত থাকতে হবে।