অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ : ধরপাকড়

২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধের ৪৩তম দিন ও হরতালের চতুর্থ দিন

স্টাফ রিপোর্টার: যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের মধ্যদিয়ে চলমান অবরোধের পাশাপাশি চলছে বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের ডাকা হরতাল। অবরোধ-হরতালকে কেন্দ্র করে সারাদেশে বিরোধী জোটের অন্তত ৪০০ নেতাকর্মী-সমর্থককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে চুয়াডাঙ্গা-মেহেরপুরে গতকাল বুধবার হরতালকারীদের রাজপথে দেখা যায়নি। তেমন প্রভাব পড়েনি। আভ্যন্তরীণ রোডে গাড়ি চলাচল করেছে।

জানা গেছে, যশোর, সাতক্ষীরা, সিলেট, চাঁপাইনবাবগঞ্জ ও দিনাজপুরে পরিচালিত হয়েছে বিশেষ অভিযান। যশোরে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে দুই বিএনপি কর্মী। রাজধানীর ধানমন্ডিতে পুলিশের গুলিতে এক কলেজছাত্র, মিরপুরে এক গার্মেন্ট শ্রমিক, রাজশাহীতে এক শিবিরকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। রাজধানীর পল্লবী, মগবাজার, ডেমরা, মোহাম্মদপুর বেড়িবাঁধ, মিরপুর গোলচত্বর, পল্লবী সাংবাদিক কলোনি এলাকায় ৭টিসহ সারাদেশে অন্তত ১৫টি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া, মেহেরপুরের গাংনীতে আওয়ামী লীগের গ্রামের এক ইউনিট কার্যলয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঢাকার ধামরাইয়ে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেনের বাড়িতে ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা।

এদিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সালাহউদ্দিন আহমেদ বলেন, জনগণের ভোটের অধিকার আদায়ের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সাংবিধানিক, মৌলিক ও মানবাধিকার আদায়ের সংগ্রামে আন্দোলনরত জনগণ বিজয়ের দ্বারপ্রান্তে উপনীত প্রায়। উল্লেখ্য, টানা তিন সপ্তা ধরে শুক্র ও শনিবার সরকারি ছুটির দিন বাদে সব কর্মদিবসেই হরতাল কর্মসূচি পালন করছে ২০ দল।

সারাদেশে গ্রেফতা: গাড়ি ভাঙচুর ও চলাচলে বাধা দেয়ার অভিযোগে দায়ের করা সাভার থানার পৃথক মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান ও ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এছাড়া, গাড়ি ভাঙচুর ও যানবাহন চলাচলে বাধা দেয়ার অভিযোগে সাভার থানায় দায়ের করা দ্রুত বিচার আইনের দুইটি মামলায় আমান-টুকুসহ ৮৯ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে আগামী ১২ই মার্চ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত। ওদিকে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম-আহ্বায়ক ও বাড্ডা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হারুন-অর রশিদ, সুনামগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আনোয়ার হোসাইন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপির ফারুক হোসেন, যশোরে ৬৬ জন, খুলনায় ৫০ জন, সাতক্ষীরায় ৩৭ জন, সিলেটে ৩০ জন, চাঁপাই নবাবগঞ্জে ২৪ জন, দিনাজপুরে ২২ জন, বগুড়ায় ১৬ জন, নোয়াখালীতে ১৪ জন, রাজধানীতে ১০ জন, গাইবান্ধায় ১২ জন, কুড়িগ্রামে ১২ জন, সিরাজগঞ্জে ৯ জন, মানিকগঞ্জে ৭ জন, চাঁদপুরে ৭ জন, শেরপুরে ৩ জন, মৌলভীবাজারের কুলাউড়ায় ২ জন, মাগুরায় ২ জনসহ সারা দেশে ২০দলীয় জোটের অন্তত ৪০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।