সুস্থ রাজনীতির স্বার্থে বিএনপিকে মূলধারায় নিয়ে আসার তাগিদ জাতিসংঘের

 

স্টাফ রিপোর্টার: বর্তমান শান্ত রাজনৈতিক পরিবেশের সুযোগ ব্যবহার করে দীর্ঘমেয়াদে সুস্থ রাজনীতি নিশ্চিত করতে সরকারের উচিত মূলধারার বাইরে থাকা বিএনপিকে সুযোগ করে দেয়া। বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি রবার্ট ডি ওয়াটকিনস একটি বেসরকারি টিভির সাংবাদিকের সাথে বিশেষ এক সাক্ষাৎকারে সরকারকে এ আহ্বান জানিয়েছেন।

দিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, তা না হলে আবারো রাজনীতিতে সংঘাত-সংঘর্ষ ফিরে আসতে পারে। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনের আগে-পরে টানা সংঘর্ষের রাজনীতির শিকার হয়েছে সাধারণ মানুষ। আগুন, পেট্রোল বোমায় সম্পদ ও জীবনহানি এতোটাই গ্রাস করেছিলো জনজীবন, অর্থনীতি অচল হওয়ার শঙ্কাও তৈরি হয় সে সময়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পাশ্চাত্যের দেশগুলোসহ জাতিসংঘের মহাসচিব বান কি মুনও সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সমস্যার রাজনৈতিক সমাধানের অনুরোধ জানিয়েছিলেন। জাতিসংঘের মহাসচিব বিশেষ দূতও পাঠিয়েছিলেন সমাধানের আশায়। শেষ পর্যন্ত নির্বাচন হয়েছে, বড় দল বিএনপি ছাড়াই। ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে এ বছরের জানুয়ারিতে শুরু হওয়া ৩ মাসের অবরোধ-হরতালে আগুন, পেট্রোল বোমায় ব্যাপক জীবন ও সম্পদহানি ঘটে। জনজীবন ও অর্থনীতি স্থবির হয়ে পড়ে। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ২৮ এপ্রিল ৩ সিটির নির্বাচন রাজনীতিতে কিছুটা সুবাতাস নিয়ে এসেছে ঠিকই। তবে একটা চাপা উদ্বেগ রয়েই গেছে। এ পরিস্থিতি থেকে উত্তরনের জন্যই বিএনপিকে রাজনীতির মূল ধারায় নিয়ে আসার তাগিদ দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ মনে করেন, রাজনীতিতে বিএনপির ভূমিকা রাখার সুযোগ বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালীই করবে।

উল্লেখ্য, বর্তমান সংবিধান অনুযায়ী ২০১৯ সালের ২৫ মাস আগে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।