জীবননগর রাজাপুরে ভারতীয় হারবাল ওষুধের উপকরণসহ একজন আটক

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার রাজাপুর সীমান্তের মানিকপুর মাঠ থেকে ভারতীয় হারবাল ওষুধের উপকরণ উদ্ধার করা হয়েছে। একই সাথে আটক করা হয়েছে সংশ্লিষ্ট চোরাচালানীকে। গতকাল শনিবার দুপুরে রাজাপুর বিওপির বিজিবি জওয়ানরা অভিযান চালিয়ে ৪১৪ প্যাকেট ভারতীয় ওষুধের উপকরণ উদ্ধারসহ কবির হোসেন (৩৯) নামের ওই চোরাচালানীকে আটক করেন।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর বিওপির টহল দল কমান্ডার নায়েক আবু তাহের ফোর্স নিয়ে সীমান্তের মানিকপুর মাঠে ওত পেতে বসে থাকেন। দুপুর দেড়টার দিকে একজন চোরাচালানী ভারত থেকে অবৈধ মাল আনাকালে বিজিবি তাকে আটক করে। এ সময় চোরাচালানী কবির হোসেনের নিকট থেকে ৪১৪ প্যাকেট ভারতীয় হারবাল ওষুধের উপকরণ উদ্ধার করা হয়। আটককৃত চোরাচালানী কবির হোসেন রাজাপুর গ্রামের আনছার আলীর ছেলে। উদ্ধারকৃত মালামালের মূল্য ৪১ হাজার ৪শ টাকা বলে জানানো হয়েছে। গতকালই কবিরকে জীবননগর থানায় মামলাসহ সোপর্দ করা হয়েছে।