রাস্তায় প্রতিরোধ করে বরযাত্রীদের মারধর : বরসহ চারজন আহত

আলমডাঙ্গার ভাংবাড়িয়া গ্রামে দু টুকরো মাংস নষ্ট করা নিয়ে দু পক্ষের তর্কবিতর্ক

 

স্টাফ রিপোর্টার: বিয়েবাড়িতে তর্কবিতর্কের জের ধরে বরসহ বরপক্ষের তিন যুবককে বেদম মারপিট করা হয়েছে। আলমডাঙ্গার ভাংবাড়িয়ায় এ ঘটনা ঘটে। দু টুকরো মাংস নষ্ট করা নিয়ে বর ও কনে পক্ষের মধ্যে গণ্ডগোলের জের ধরে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দু পুলিশ সদস্যও আছেন।

জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়ার আজিজার রহমান পটোলের মেয়ে তানিয়ার বিয়ে হয় গতকাল শুক্রবার। চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লার বরসহ বরযাত্রী যান যথাসময়ে। খাওয়ার সময় বরযাত্রী এক যুবক দু টুকরো মাংস নষ্ট করায় কনে পক্ষের সাথে গণ্ডগোল হয়। কনে পক্ষের কয়েকজন যুবক ক্ষুব্ধ হয়ে রাস্তায় এসে প্রতীক্ষা করছিলো মারধর করার জন্য। বরপক্ষের লোকজন বিয়ে বাড়ি থেকে বের হয়ে এলে পথিমধ্যে তাদেরকে থামিয়ে লাঠিসোঁটা দিয়ে বেদম মারধর করা হয়। এতে গুরুতর আহত হন ভিমরুল্লার কুদ্দুস মোল্লার ছেলে বর সুমন, হাটকালুগঞ্জের হায়দার আলীর ছেলে আসলাম উদ্দিন সোহাগ, পুলিশ লাইনের দু পুলিশ সদস্য জাহাঙ্গীর হোসেন ও শাহীন। এ সময় স্থানীয় ফাঁড়ি পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনার সময় বরের আংটিসহ কয়েকজনের মোবাইলফোন ও মোটরসাইকেল হারিয়ে যায়। আহতদের মধ্যে সোহাগের একটি চোখ নষ্ট হয়ে যেতে পারে বলে চিকিৎসকরা আশঙ্কা করছেন।