গলায় ফাঁস লেগে দ্বিতীয় শ্রেণির ছাত্রের অবস্থা গুরুতর

মহেশপুরের কুসুমপুর গ্রামে ফাঁসি ফাঁসি খেলতে গিয়ে বিপত্তি

 

স্টাফ রিপোর্টার: ফাঁসি ফাঁসি খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে মরার উপক্রম হয়েছে জীবননগর খয়েরহুদার শিশু নাহিদ হাসান। ঘটনাটি ঘটেছে নাহিদ হাসানের নানাবাড়ি মহেশপুর উপজেলার কুসুমপুর গ্রামে। বিচারক সেজে আরেক শিশু তাকে ফাঁসির রায় দিলে এ বিপত্তি ঘটে।

এলাকাসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের আবুল কালামের ছেলে প্রথম শ্রেণির ছাত্র নাহিদ হাসান কয়েকদিন আগে তার মায়ের সাথে নানাবাড়ি মহেশপুর উপজেলার কুসুমপুর গ্রামে বেড়াতে যায়। গতকাল শুক্রবার দুপুরে তার সমবয়সী শিশুদের সাথে সে পিকনিক করছিলো। এ সময় তারা ফাঁসি ফাঁসি খেলতে যায়। জুলেখা বিচারক সাজে এবং ফাঁসির আদেশ দেয়। আরেক শিশু জল্লাদ সাজে। কেউ সাজে পুলিশ। জল্লাদ শেষে এক শিশু রান্নাঘরের আড়াই শাড়ির পাড় ঝুলিয়ে দেয় এবং তাতে গলা দিতে বলে। শিশু নাহিদ দড়িতে যেই মাথা ঢুকিয়ে দেয় অমনি ফাঁস লেগে আটকে যায়। সে ছটফট করতে থাকলে অন্য শিশুরা ভয় পেয়ে সটকে পড়ে। সাথে সাথে বাড়ির বড়রা এসে শিশু নাহিদকে উদ্ধার করে।

এলাকার কেউ কেউ বলেছেন, সম্প্রতি টেলিভিশনে ফাঁসির খবর শুনে শিশুদের মধ্যে একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ফলে ফাঁসি ফাঁসি খেলতে গিয়ে ঘটলো বিপত্তি। চিকিৎসকরা বলেছেন, নাহিদের অবস্থা আশঙ্কাজনক। এ রিপোর্ট লেখার সময় নাহিদকে অক্সিজেন দেয়া হচ্ছিলো।