ফেনসিডিল পাচারের দায়ে মেদিনীপুরের আব্দুল লতিফের জেল-জরিমানা

জীবননগর থানা পুলিশের মামলা : বিচার শেষে চুয়াডাঙ্গার স্পেশাল ট্রাইব্যুনাল ৪’র রায়

 

স্টাফ রিপোর্টার: ফেনসিডিল পাচারের দায়ে জীবননগর মেদিনীপুরের আব্দুল লতিফকে ১ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। চুয়াডাঙ্গার স্পেশাল ট্রাইব্যুনাল-৪’র বিজ্ঞ বিচারক মো. ইয়ারব হোসেন গতকাল মঙ্গলবার জনাকীর্ণ আদালতে এ রায় প্রদান করেন।

মামলাসূত্রে জানা গেছে, মেদিনীপুরের নিজাম উদ্দীনের ছেলে আব্দুল লতিফ ২০০৮ সালের ১১ ডিসেম্বর তার নিজ গ্রামের তিন রাস্তার মোড় থেকে পুলিশের হাতে ধরা পড়ে। এ সময় তার নিকট থেকে উদ্ধার করা হয় ভারত থেকে পাচার করে আনা ফেনসিডিল। জীবননগর থানার তৎকালীন এসআই ইলিয়াস হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করেন। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫’র খ (২) ধারায় মামলা রুজু করা হয়। তদন্ত শেষে একই ধারায় আদালতে অভিযোগপত্র পেশ করেন তদন্তকারী অফিসার। চুয়াডাঙ্গার স্পেশাল ট্রাইব্যুনাল-৪ এ বিচার শুরু হয়। ৫ জনের সাক্ষ্য প্রমাণ পরীক্ষা করে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে ১ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়। গতকাল প্রদত্ত রায়ে উল্লেখ করা হয়, আসামি যে ক’দিন হাজতে ছিলো, সে ক’দিন সাজার মেয়াদ থেকে বাদ যাবে।