হেরোইন রাখার দায়ে রুবিয়ার কারাদণ্ড

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের দায়ের করা মামলা : বিচার শেষে রায়

 

স্টাফ রিপোর্টার: মারণনেশা হেরোইন রাখা ও বিক্রির চেষ্টার দায়ে দর্শনা হল্টচাঁদপুরের রুবিয়া খাতুনের দু বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দু মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইন্সপেক্টরের দায়ের করা এ মামলার বিচার শেষে চুয়াডাঙ্গার যুগ্ম জেলা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. ইয়ারব হোসেন এ দণ্ডাদেশ দেন।

জানা গেছে, চুয়াডাঙ্গা দামুড়হুদার দর্শনা হল্টচাঁদপুরের নরু মণ্ডলের স্ত্রী রুবিয়া খাতুনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে চুয়াডাঙ্গাস্থ তৎকালীন ইন্সপেক্টর নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে আটক করেন। তার নিকট থেকে উদ্ধার করা হয় ১২ পুরিয়া হেরোইন। ২০০৮ সালের ১৯ মে আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দামুড়হুদা থানায় মামলাসহ আটক রুবিয়াকে হস্তান্তর করা হয়। তদন্ত শেষে একই আইনে আদালতে চার্জশিট পেশ করেন তদন্তকারী অফিসার। চুয়াডাঙ্গার যুগ্ম জেলা জজ আদালতে বিচার শুরু হয়। বিজ্ঞ আদালত মামলার সাক্ষ্য প্রমাণ পরীক্ষা করে আসামির বিরুদ্ধে আনীত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯’র ১’র (১) ধারায় দোষী সাব্যস্ত করে দু বছরের করাদণ্ডাদেশ দেন। একই আইনের ১৯’র ৪ ধরায় দোষী সাব্যস্ত করে ৫ হাজার টাকা জরিমানা আনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়। রুবিয়া খাতুন এ মামলায় যে ক’দিন জেলহাজতে ছিলো, সে ক’দিন সাজার মেয়াদ থেকে বাদ যাবে বলে বিজ্ঞ আদালত প্রদত্ত রায়ে উল্লেখ করেছেন।