ওয়েভ ফাউন্ডেশনে অর্থ আত্মসাৎ : কনকের কারাদণ্ড

৬ লাখ ৪৮ হাজার টাকা ব্যাংকে জমা না দেয়ায় চাকরিচ্যুতির পর মামলা

 

স্টাফ রিপোর্টার: দর্শনা ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার আব্দুল ওয়াহেদ হোসেনের দায়ের করা অর্থ আত্মসাৎ মামলায় চাকরিচ্যুত সহকর্মী সেলিনা খাতুন কনকের ২ বছরের সশ্রম কারাদণ্ড ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দু মাস বিনাশ্রম কারদাণ্ডাদেশ দেয়া হয়েছে। চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মো. আমীনুল ইসলাম গতকাল মঙ্গলবার জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

জানা গেছে, চুয়াডাঙ্গা দামুড়হুদার দর্শনা মোবারকপাড়ার আবু সুফিয়ানের স্ত্রী সেলিনা খাতুন কনক ওয়েভ ফাউন্ডেশনে চাকরি করতেন। অর্থ আত্মসাতের অভিযোগে চাকরিচ্যুত করা হয়। প্রোগ্রাম অফিসার আব্দুর ওয়াহেদ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, ২০০৬ সালের ১০ ডিসেম্বর ৬ লাখ ৪৮ হাজার টাকা ব্যাংকে জমা দেয়ার জন্য তাকে দেয়া হয়। এ টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেন। দায়েরকৃত এ মামলার অভিযোগ গঠন শেষে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচার শুরু হয়। বিজ্ঞ আদালত ৬ জনের সাক্ষ্য প্রমাণ গ্রহণ করেন। সাক্ষ্যপ্রমাণ পরীক্ষা করে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৪০৬ ধারায় দোষী সাব্যস্ত করে উল্লেখিত দণ্ডাদেশ দেয়া হয়।