ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ সুজন আটক

দর্শনা বিজিবির ঈশ্বরচন্দ্রপুরে মাদকবিরোধী অভিযান

দর্শনা অফিস: মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রেখেছেন বিজিবি সদস্যরা। দামুড়হুদার দর্শনা বিজিবি সদস্যরা মাদক এবং চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে একজনকে। মামলা দায়ের করা হয়েছে ৬ জনের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পৌর শহরের ঈশ্বরচন্দ্রপুর বিএসপি মাঠে। ওই মাঠ থেকে বিজিবি সদস্যরা আটক করেন দর্শনা পাঠানপাড়ার শাহজালালের ছেলে সুজনকে (২০)। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে- সুজনকে আটক করা হলেও পালিয়ে যায় আরও ৪ জন অভিযুক্ত মাদক কারবারি। সুজনের কাছ থেকে উদ্ধার করা হয় ২৫ বোতল ফেনসিডিল ও ২ পিস ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় সুবেদার জাহাঙ্গীর আলম বাদী হয়ে গতকালই আটককৃত সুজনসহ দর্শনা ঈশ্বরচন্দ্রপুরের হামিদ মণ্ডলের ছেলে আরব আলী (৪০), আফতাব আলীর ছেলে মিলন (২৮), খলিলুর রহমানের ছেলে আব্বাস আলী (৪৫) ও সিরাজুল ইসলামের ছেলে সাইদুর রহমানের (৪০) বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।

এদিকে সোমবার রাত ১১টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের হাবিলদার আশানুল হক সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ঈশ্বরচন্দ্রপুর গোরস্তান থেকে পরিত্যক্ত অবস্থায় ৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।