প্রকাশ্য ধূমপান ও বিক্রির অপরাধে জরিমানা

চুয়াডাঙ্গায় আদালত চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় প্রকাশ্য ধুমপান ও বিক্রিয় অপরাধে ৫ ব্যক্তি এবং এক দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুর জেলা ট্রার্কফোর্স কমিটির উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় জেলা জজ আদালত চত্বরে প্রকাশ্য ধুমপান ও বিক্রয়ের অভিযোগে ধুমপান ও তামকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনে ২০০৫ সালে সংশোধনী আইন ২০১৩ এর ৪ ধারায় ভ্রাম্যমাণ আদালত আলমডাঙ্গার জোড়গাছার মিশার মেম্বার, দশমির মাহবুর, কোমরপুরের আবুল কালাম, কার্পাসডাঙ্গার কাউছার আলী, বুজরুকগড়গডির সামিউলকে প্রকাশ্য ধুমপান ও তরুণ স্টোরের মহির উদ্দিনকে জরিমানা করা হয়। এছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে প্রকাশ্য ধুমপান করার অপরাধে সরকারি কর্মকর্তাসহ কয়েকজনকে সতর্ক করে দেন ভ্রাম্যমাণ আদালত। জেলা ট্রার্কফোর্স কমিটির উদ্যোগে জেলা প্রশাসকের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম। সহযোগিতায় ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা রবজেল হক, জেলা ট্রার্কফোর্স কমিটির সদস্য প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, অফিস সহকারী নাজমুল হক ও তাইজেল আলী প্রমুখ।