পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের বাসভবন চত্বরে ব্যতিক্রম আয়োজন

 

স্টাফ রিপোর্টার: উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের বাসভবন প্রাঙ্গণে পিঠা উৎসব ও খ্রিস্টীয় নববর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল আয়োজিত অনুষ্ঠানমালায় কূপনের মাধ্যমে উপস্থিত অতিথি ও আয়োজকদের মঞ্চে উঠে তুলে ধরতে হয় পারফরমেন্স। লাজুক লাজুক চেহারায় উপস্থিত অতিথিদের প্রায় সকলকেই মঞ্চে উঠে নিজের প্রতিভা তুলে ধরতে হয়। এর মধ্যদিয়ে খুঁজে পান ব্যতিক্রম সন্ধ্যা।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সরকারি বাসভবন চত্বরে আয়োজন করা হয় পিঠা উৎসব ও খ্রিস্টীয় নববর্ষবরণ সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিলো পিঠা উৎসব প্রদর্শন ও পিঠা খাওয়ার ধুম। এরপর সহকারী কমিশনার ফারজানা খানমের উপস্থাপনায় কূপনের মাধ্যমে চলে অনুষ্ঠানে উপস্থিত সকলের ব্যক্তিগত পারফর্ম শো। এ পর্বে জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন ও তার পত্নী মাকসুদা বেগমসহ অতিরিক্ত জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা সস্ত্রীক পারফর্ম করে অনুষ্ঠান আরো মজাদার করে তোলেন। সবাই কম-বেশি গান, কবিতা, নাচ, হামদ-নাত, কৌতুক পরিবেশন, অভিনয় করে নিজেকে মেলে ধরার চেষ্টা করেন। তবে মঞ্চে উঠে কারো কণ্ঠ দিয়ে যেমন কথা বের হচ্ছিলো না, তেমনি শীতের রাতে অনেকেরই ঘাম ঝরেছে। তার পরও নিয়ম অনুসারে প্রত্যেককে মঞ্চে ওঠা লেগেছে। ছোট পরিসরে চলে অতিথিদের বল দিয়ে ইটের লাইন ভাঙার প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। সাংস্কৃতিক সন্ধ্যার শুরুতে ও শেষে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী করবী, সহকারী কমিশনার সৈয়দা নাফিস সুলতানা, সুবর্ণা রাণী সরকার, দিলরুবা খানম, সেলিনা খাতুন, নুরুন্নাহার কাকলী, রুমানা পারভীন প্রমুখ। জেলা প্রশাসন ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত পিঠা উৎসব-১৪২১ ও বর্ষবরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পত্নী মাকসুদা বেগম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। সস্ত্রীক উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মল্লিক সাঈদ মাহাবুব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুন উজ্জামান, স্বামীসহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনজুমান আরা বেগমসহ আমন্ত্রিত অতিথিরা। শেষপর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কার দেয়া হয় উপস্থিত সকল শিশুদের।