দামুড়হুদায় বোরো আবাদের ব্যাপক প্রস্তুতি

মো. শাহাবুদ্দিন: দামুড়হুদা উপজেলায় চলতি বোরো আবাদের ব্যাপক প্রস্ততি নিয়েছে চাষিরা। ইতোমধ্যে বীজতলা পরিচর্যার কাজ শুরু করেছে। কৃষি অফিস জানায়, চলতি বোরো চাষ মরসুমে এ উপজেলায় ৮ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ জন্য চাষিরা প্রায় ৫শ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল জাতের বীজতলা করেছে। বীজতলার পাতু (চারা) ভালো অবস্থায় রয়েছে। গত বছরের লোকসান কাটাতে চাষিরা বেশ আগে-ভাগেই ধান রোপণের প্রস্তুতি নিচ্ছে। প্রতি বছর মরসুম শুরুর আগের সংঘবদ্ধ চোরেরা মেশিনের মূল্যবান যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। এজন্য চাষিরা বেশ বেকায়দায় পড়ে। আর কয়েক দিন পর জমিতে পানি দেয়া শুরু করবে। ধানের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় চাষিরা চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। তবে ধানের ভালো ফলন করতে চাষিরা যা করার তাই করবে। দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা সুফী রফিকুজ্জামান মাথাভাঙ্গাকে জানান, চাষিরা যাতে বোরো ধান ভালোভাবে উৎপাদন করতে পারে সেজন্য চাষিদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেয়া হচ্ছে।