ডিবি পুলিশের ৪ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

 

স্টাফ রিপোর্টার: কুমিল্লা ডিবি পুলিশের চার সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ। বুধবার সন্ধ্যায় জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের ভারত সীমান্তবর্তী এলাকার আশাবাড়ী সীমান্তে এ ঘটনা ঘটে।জানা যায়, ডিবি পুলিশের একটি দল গতকাল বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের ভারত সীমান্তবর্তী আশাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। শশীদল ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, ডিবি পুলিশের দু এএসআই ও দু কনস্টেবল অভিযানের একপর্যায়ে সীমান্ত অতিক্রম করে ভারতের সিপাহীজালা জেলার বক্সনগর থানার রহিমপুর গ্রামের একটি বাড়ির ঘরে ঢুকে পড়ে। এসময় বিএসএফ এসে ডিবি পুলিশ সদস্যদের আটক করে বক্সনগর হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর-এ-সার্কেল) মো. জাহাঙ্গীর আলম জানান, আশাবাড়ি এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে জেলা ডিবি পুলিশের এএসআই আলমগীর, এএসআই সবুজ, কনস্টেবল তাপস ও কনস্টেবল সেলিম অসাবধানতাবশত ভারতে ঢুকে পড়লে বিএসএফ তাদেরকে আটক করে নিয়ে যায়। ডিবি পুলিশ সদস্যদের ফিরিয়ে আনতে বিএসএফ’র উচ্চ পর্যায়ে আলোচনা চলছে বলে তিনি জানান।