ভারতীয় নৌবাহিনীর বিমান বিধ্বস্ত : নিখোঁজ ২

মাথাভাঙ্গা মনিটর: ভারতীয় নৌবাহিনীর একটি বিমান দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গোয়ায় আরব সাগরে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানটির দু ক্রু নিখোঁজ রয়েছেন। নিয়মিত উড্ডয়নের অংশ হিসাবে একটি পর্যবেক্ষক বিমান মঙ্গলবার রাতে সমুদ্রে বিধ্বস্ত হয়েছে। তবে এর কারণ এখনো জানা সম্ভব হয়নি। এটি ছিলো একটি প্রশিক্ষণ উড্ডয়ন। রাত ১০টা ২ মিনিটে বিমানটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা গেছে। বিমানটির একজন ক্রু সদস্যকে উদ্ধার করা গেলেও বাকি দুজন এখনো নিখোঁজ রয়েছেন বলে এক ‍বিবৃতিতে জানিয়েছেন নৌবাহিনীর মুখপাত্র রাহুল সিনহা। ভারতের সেনাবাহিনীতে বেশ কয়েকটি দুর্ঘটনার মধ্যে এটি সর্বসাম্প্রতিক ঘটনা। ২০১৪ সালের নভেম্বরে বিশাখাপট্টমের উপকূলে মহড়া চলাকালীন নৌবাহিনীর একটি জাহাজ ডুবে গেলে একজন ক্রু সদস্য মারা যান ও চারজন নিখোঁজ হন। ওই বছরের মার্চে মুম্বাইয়ে ডকইয়ার্ডে একটি নির্মাণাধীন জাহাজে দুর্ঘটনায় একজন নেভি কর্মকর্তা মারা যান।