ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া শিবির নেতার সন্ধান দাবিতে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রাম থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া শিবির নেতা আবুজার গিফারীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবারের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিননাইদহ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে করে শিবির নেতা আবুজার গিফারীর বাবা মো. নুর ইসলাম এ দাবি জানান। এ সময় তার মা কুলসুম বেগম, ফুফু নুরজাহান খাতুন, মামা ফজলু সরদার, চাচাতো ভাই পান্নু রাহমান ও মামাতো ভাই রিপন মিয়া উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে নুর ইসলাম বলেন, আমি পেশায় একজন সেলুন কর্মী। আমার অভাবের সংসারে অনেক কষ্ট করে দুই সন্তান আবুজার গিফারী ও মেয়ে ফারজানা খাতুন পপিকে লেখাপড়া শিখিয়ে কলেজ-ভার্সিটি পর্যন্ত নিয়ে গেছি। গত ১৮ মার্চ জুম্মার নামাজ পড়ে যখন আবুজার গিফারী বাড়ি ঢুকছিলো, তখন ডিবি পুলিশ পরিচয়ে বাড়ির সামনে অপেক্ষমান দুটি মোটরসাইকেলে ৪ জন লোক গিফারীকে জোর করে তুলে নিয়ে গান্না বাজারের দিকে চলে যায়। এ সময় তাদের পরনে প্যান্ট ও গেঞ্জি পরা ছিলো। মাজায় পিস্তল ও হ্যান্ডকাপ ছিলো। বুকে ঝুলানো ছিলো পরিচয়পত্র। তিনি বলেন, ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার পর থেকে আবুজার গিফারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবা নুর ইসলামের দাবি তার ছেলে শিবিরের রাজনীতির সাথে জড়িত থাকলেও কোনো মিছিল মিটিংয়ে যেত না। নিয়মিত নামাজ, রোজা, গ্রামের লাইব্রেরিতে পড়া ও খেলাধুলা ছাড়া কোনো অপরাধমূলক কাজের সাথে যুক্ত ছিলো না। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করার জন্য আবেদন করেছি। পুলিশ আবেদনটি নিয়ে রেখে দিয়েছে। জিডি এন্ট্রি করেছে কি-না জানা নেই।
এ বিষয়ে ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন সাংবাদিকদের জানান, পুলিশ বা ডিবির পক্ষ থেকে আবুজার গিফারী নামে কাউকে নিয়ে যাওয়া হয়নি। তিনি জানান, ডিবির সদস্যরা গলায় পরিচয়পত্র ঝুলিয়ে রাখে না। তবে তার কাছে পরিবারটির পক্ষ থেকে সহায়তা চাওয়া হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।