চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির দেয়া সংবর্ধনাকালে জেলা প্রশাসক সায়মা ইউনুস

উন্নয়নে আইনজীবীদের সাথে পাশাপাশি কাজ করতে চাই

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক সায়মা ইউনুস বলেছেন, চুয়াডাঙ্গার উন্নয়নে আইনজীবীদের সাথে পাশাপাশি কাজ করতে চাই। সরকারি বরাদ্দে আইনজীবী ভবন নির্মাণে লিখিতভাবে আইনজীবী সমিতি জানালে বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হবে। আইনশৃঙ্খলা উন্নয়নে জেলা জজশিপের সহযোগিতা পাবো বলেও আশা করছি। গতকাল সোমবার বেলা ১০টায় চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি আয়োজিত নবাগত জেলা প্রশাসকের সংবর্ধনা অনুষ্ঠানে নবাগত জেলা প্রশাসক সায়মা ইউনুস উপরোক্ত মন্তব্য করেন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওহাব মল্লিকের সভাপতিত্বে সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ শিরীন কবিতা আখতার, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. এবিএম মাহমুদুল হক, সাবেক সভাপতি অ্যাডভোকেট আলহাজ এসএম ইমদাদ হোসেন, সেলিম উদ্দিন খান, আলমগীর হোসেন, নুরুল ইসলাম, এমএম শাহজাহান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক এসএম রফিউর রহমান, আবুল বাশার, শামীম রেজা ডালিম, সিনিয়র আইনজীবী মোসলেম উদ্দিন, মনিরুজ্জামান, মোল্লা আব্দুর রশিদ (জিপি) ও শামসুজ্জোহা (পিপি)। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ হেদায়েত হোসেন আসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আলহাজ মুনসুর উদ্দিন মোল্লা।

নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা দেন জেলা আইনজীবী সমিতির কার্যকরী সদস্য রুবিনা পারভীন। অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ শিরীন কবিতা আখতার বলেন, আইনজীবীদের সহযোগিতা পেলে সততা ও বস্তুনিষ্ঠতার সাথে জেলা প্রশাসককে সাথে নিয়ে ভালো কিছু করতে চাই। আইনজীবী নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসককে চুয়াডাঙ্গায় দায়িত্ব পালনকালে আইনজীবীদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া বারভবন ও চিফ জুডিসিয়াল ভবন নির্মাণে জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতা আশা করেন আইনজীবীরা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবু সাঈদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ নাজির আহম্মেদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী, যুগ্ম জেলা ও দায়রা জজ আব্দুর রহিম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মোহা. আমীনুল ইসলাম, আব্দুল হালিম, তৈয়ব আলী, সহকারী জজ সরদার সাজ্জাদুর রহমান, মানিক দাস, সহকারী কমিশনার তরিকুল ইসলাম ও ফারজানা খানম। এ সময় আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন- বারের সহসভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক শরীফ উদ্দিন হাসু, মানি খন্দকার, আসম আব্দুর রউফ, আব্দুল খালেক ও নাজমুল হাসান লাভলুসহ বারের আইনজীবীরা।