চুয়াডাঙ্গার বদরগঞ্জে বাসের ধাক্কায় মা-ছেলে আহত : বাস আটক

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজারে বাসের ধাক্কায় মা ও ছেলে গুরুতর আহত হয়েছে। আহত মা নারগিছ খাতুনের অবস্থা আশঙ্কাজনক। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার একটি হাত ভেঙে গেছে এবং একটি চোখ অন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকেরা। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নবিননগর গ্রামের মন্টুর ছেলে আশরাফুল আলম মিল্টন (১৫) তার মা নারগিছ খাতুনকে (৪০) বাইসাইকেলে নিয়ে হরিণাকুণ্ডুর উদ্দেশে যাচ্ছিলো। তারা বদরগঞ্জ বাজারে পৌঁছুলে সামনে আসা একটি বাস তাদেরকে ধাক্কা দেয়। এতে তারা আছড়ে পড়ে পিচ রাস্তার ওপর। মিল্টন সামান্য আহত হলেও মা নারগিছ গুরুতর জখম হন। ঘটনার সাথে বাজারের লোকজন বাসটি আটক করে। তবে ঘটনার মীমাংসার শর্তে গণ্যমান্য লোক বাসটি ছেড়ে দেয়।