গাংনীতে কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় কারাদণ্ড

 

গাংনী প্রতিনিধি: এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে আব্দুল খালেক (৪০) নামের এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার আনোয়ার পারভেজ এ আদেশ দেন। আব্দুল খালেক গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামের জিয়ারত আলীর ছেলে এবং স্থানীয় আনছার-ভিডিপি কমান্ডার বলে জানায় পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, হিজলবাড়িয়া গ্রামের এক কলেজছাত্রীকে কলেজে যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করতো আব্দুল খালেক। গততকাল সে ওই ছাত্রীকে নিজ গ্রামে উত্ত্যক্ত করলে গ্রামের লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে তার বিচার শুরু হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডাদেশ প্রদান করেন। আদালতের নির্দেশে গতকালই তাকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।