চুয়াডাঙ্গায় চারটির মধ্যে তিনটি উপজেলায় সহকারী ভূমি কর্তকর্তা নেই : জনগণের দুর্ভোগে!

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় চারটি উপজেলার মধ্যে তিনটি উপজেলাতেই সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা নেই। শুধুমাত্র চুয়াডাঙ্গা সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা রয়েছেন। বাকি তিন উপজেলা আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগরে সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা নেই। সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা না থাকায় অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে তিন উপজেলার নির্বাহী কর্মকর্তাদের। ফলে এলাকাবাসীকে বিভিন্ন সমস্যার সম্মুখিন হতে হচ্ছে প্রতিনিয়ত।

চুয়াডাঙ্গা সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) টিটন খীসা ২০১১ সালের ১৭ সেপ্টেম্বর অন্যত্র বদলি হয়ে চলে যান। এরপর বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুন উজ্জামানসহ চার কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে। দীর্ঘ তিন বছর পর গত ২৬ অক্টোবর বদলি হয়ে চুয়াডাঙ্গা সদর ভূমি অফিসে যোগ দেন সহকারী কমিশনার (ভূমি) মো. বদিউজজামান। দীর্ঘদিন পর নতুন কর্মকর্তা যোগ দেয়ায় অফিসে কাজের গতি বেড়েছে। তবে কাজের গতি কমেছে অন্য তিন উপজেলায়। আলমডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীনুজ্জামান ও জীবননগর সহকারী কমিশনার (ভূমি) দু মাস আগে বদলি হয়ে অন্যত্র চলে গেলেও ওই পদে নতুন কাউকে দেয়া হয়নি। দামুড়হুদা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ফরিদ হোসেন দীর্ঘ ১ বছর আগে বদলি হলেও আর কোনো কর্মকর্তা যোগ দেননি। ফলে এ তিন উপজেলার মানুষকে নির্ভর করতে হচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ওপর। উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিজ অফিসের কাজ শেষে বিকেলে ভূমি অফিসের কাজ করে চলেছেন। তবে যে খাত থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় করে থাকে সেখানে কর্মকর্তা নিয়োগ জরুরি হয়ে পড়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিক সাঈদ মাহবুব বলেন, বর্তমানে চুয়াডাঙ্গার তিন উপজেলার সহকারী কমিশনারের (ভূমি কর্মকর্তা) পদশূন্য রয়েছে। তবে চাহিদার তুলনায় কর্মকর্তা কম থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।