গরম তেলের কড়াই উল্টে হোটেল মালিকের স্ত্রীকে ঝলসে দিয়েছে পাশের দোকানি

চুয়াডাঙ্গা আলমডাঙ্গার পল্লি আইলহাস বাজারে হোটেলের ধোঁয়া নিয়ে দ্বন্দ্ব : চপ-পেয়াজু ভাজার সময় তুমুল ঝগড়া

স্টাফ রিপোর্টার: হোটেলের ধোয়া পাশের দোকানে প্রবেশ করায় ওই দোকানি হোটেলের গরম তেল ঢেলে হোটের মালিকের স্ত্রী শিরিনা খাতুনকে ঝলসে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে আলমডাঙ্গার পল্লি আইলহাস বাজারে এ ঘটনা ঘটে। গরম তেলে ঝলসে অসহনীয় যন্ত্রণা নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শিরিনা খাতুন (৩০)। চিকিৎসক বলেছেন, গরম তেলে শিরিনা খাতুনের পা, মাজা ও উরু গুরুতরভাবে ঝলসে গেছে। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে রেফার করা হতে পারে। তবে তার আগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেখেই চিকিৎসা দিয়ে সুস্থ করার প্রাথমিক চেষ্টা চলছে। শিরিনা খাতুন চুয়াডাঙ্গা আলডাঙ্গার পল্লি আইলহাস বাজারের হোটেল ব্যবসায়ী নাজিম উদ্দীনের স্ত্রী। তিনি তার স্বামীর হোটেল ব্যবসার সহযোগি। গতকাল হোটেলে যখন পেয়াজু-চপ ভাজার জন্য তেল গরম করা হয় তখনই পাশের দোকানি তিতাস ট্রের্ডাসের মালিক ইবাদতের সাথে বাগবিত-া শুরু করে।
শিরিনা খাতুন ও তার শয্যাপাশে থাকা নিকটজনেরা ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, হোটেলের পাশের দোকানি তিতাস ট্রেডার্সের মালিক ইবাদত হোসেন হোটেলের ধোঁয়া তার দোকানে ঢুকে পরিবেশ নষ্ট করে বলে অভিযোগ তোলেন। এ অভিযোগ নিয়ে দুপক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে ইবাদতের দুই ভাতিজা মামুন ও মাহবুলও সেখানে হাজির হন। ওরাই হোটেলের গরম তেলের কড়াই উল্টে দেয়। এতে শিরিনা খাতুনের পা, হাটু ও মাজাসহ উরু ঝলসে যায়। গরম তেলে ঝলসে থকথকে মাংস বের হয়ে আসে। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে।