দর্শনা আজমপুর স্কুলে মিড ডে মিল ও শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স বিতরণ

দর্শনা অফিস: শিক্ষার মান উন্নয়নে সরকার আন্তরিক মনোভাব নিয়ে কাজ করছে। শিক্ষার্থীদের বিদ্যালয় মুখী করতে গ্রহণ করা হয়েছে নানামুখী পদক্ষেপ। এরই মধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শুরু করা হয়েছে মিড ডে মিল কর্মসূচি। দর্শনা পৌর এলাকার আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে মিড ডে মিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান। এসময় রফিকুল হাসান শিক্ষার্থীদের স্কুলমুখী ও শিক্ষার মান উন্নয়নে পরামর্শমূলক কথা বলেন। নিজের অর্থয়ানে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেছেন উন্নত মানের টিফিন বক্স। যাতে শিক্ষার্থীরা দুপুরের খাবার নিয়ে আসতে পারবে। আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম, ইউআরসি ইন্সট্র্যাক্টর জামাল উদ্দিন, দর্শনা পৌর প্যানেল মেয়র, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রবিউল হক সুমন, সহসভাপতি আ. জব্বার, সাবেক সভাপতি হারুন রাজু, প্রধান শিক্ষক স্বরুপ কুমার দাস, সহকারী শিক্ষক হাজি আব্দুল হামিদ, আতিকুর রহমান টিপু, মাহফুজুর রহমান, সীতা অধিকারী, সরদার পিয়ারী খানম, মেরিনা পারভিন, লিটিল এনজেলস স্কুলের অধ্যক্ষ বিকাশ দত্ত প্রমুখ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেরিনা পারভিনের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার মিড ডে মিল শিক্ষার্থীদের দুপুরে খাবারের আয়োজন করেন।