কামারুজ্জামানের দণ্ড কার্যকরে আদালতের দিকে তাকিয়ে সরকার

 স্টাফ রিপোর্টার: যুদ্ধাপরাধী মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদ- কার্যকরের জন্য সরকার সর্বোচ্চ আদালতের রায় প্রকাশের অপেক্ষায় রয়েছে বলে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন। মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, আপনাদের হয়তো কৌতূহল কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের বিষয়ে। তবে কামারুজ্জামানের বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি।

কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের বিষয়ে সর্বশেষ অগ্রগতি জানতে চাইলে তিনি বলেন, সর্বশেষ আপডেট আসেনি। এ বিষয়ে সুপ্রিমকোর্টের দিকে তাকিয়ে আছি। একাত্তরে ময়মনসিংহ অঞ্চলের আলবদর প্রধান কামারুজ্জামানকে মানবতাবিরোধী অপরাধে গত বছরের ৯ মে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জামায়াতে ইসলামীর এই সহকারী সেক্রেটারি জেনারেল ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে গত ৩ নভেম্বর আপিল বিভাগের চূড়ান্ত রায়েও তার মৃত্যুদণ্ড বহাল থাকে।

আপিল বিভাগের রায় পেলেই ট্রাইব্যুনাল ফাঁসির আসামি কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা জারি করবে বলে রাষ্ট্রপক্ষ জানিয়েছে। এরপর তা কার্যকর করবে সরকার। এক্ষেত্রে সরকার চাইলে কারাবিধিও (জেলকোড) অনুসরণ করতে পারে। কারাবিধি অনুযায়ী, প্রত্যেক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনার সুযোগ পাবেন। কারাধ্যক্ষ আসামিকে জানিয়ে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার বিষয়ে তার মত চাইবেন। সাত দিনের মধ্যে তাকে ক্ষমা প্রার্থনা করতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রণালয়ে ওই বৈঠক হয়। বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও উপস্থিত ছিলেন। বৈঠকের বিষয়ে আইনমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, কিছু মামলা-মোকদ্দমা ত্বরিত শেষ করা যায় কি-না তা নিয়ে আলোচনা হয়েছে। যে মামলাগুলো মনিটরিং সেলে রয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে।