বর্ধমানে বোমা হামলায় জড়িত সাজিদের ভাই মনা গ্রেফতার

স্টাফ রিপোর্টার: পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনার মূল সন্দেহভাজন হিসেবে চিহ্নিত জেএমবি নেতা সাজিদ ওরফে শেখ রহমত উল্লাহ ওরফে মাসুদ ওরফে মাসুমের বড় ভাই মোনায়েম ওরফে মনোয়ার ওরফে মনাকে গ্রেফতার করেছে র‌্যাব। গত সোমবার রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ফরাজীকান্দা এলাকা থেকে তাকে আটক করা হয়। ভারতের গণমাধ্যমে বর্ধমান বিস্ফোরণের মূল হোতাকে সাজিদ বলে উল্লেখ করা হলেও তার প্রকৃত নাম রহমত উল্লাহ ওরফে মাসুদ। ওপার বাংলায় পরিচয় গোপন করতে তার নাম সাজিদ বলে চালিয়ে দেন। মাসুদের ব্যাপারে তথ্য-উপাত্ত সংগ্রহ করতেই তার ভাই মনাকে আটক করা হয়।

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান বলেন, জঙ্গি সংশ্লিষ্টতার সাথে মাসুদের ভাইয়ের সরাসরি কোনো সম্পৃক্ততা এখনও পাওয়া যায়নি। তবে মাসুদের ব্যাপারে তথ্য নেয়া হচ্ছে। মঙ্গলবার দুপুরে ফরাজীকান্দা এলাকায় সাজিদ ওরফে মাসুমের পৈতৃক বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িতে কেউ নেই। ঘর তালাবদ্ধ। এলাকাবাসীও ভয়ে মুখ খুলতে চান না। তবে তারা বলেন, সাজিদ নামে তাকে এলাকায় কেউ চেনে না। তাকে মাসুদ অথবা মাসুম নামেই চেনে। ২০০০ সালের পর থেকে তার সঙ্গে পরিবারের কারও কোনো যোগাযোগ নেই। ২০০০ সালে টুঙ্গিপাড়ার একটি জামে মসজিদে ইমামের চাকরি করাকালীন কমিটির অন্তর্দ্বন্দ্বে মাসুদের বিরুদ্ধে ডাকাতি মামলা দেওয়া হয়। বর্ধমান বিস্ফোরণের অন্যতম বিস্ফোরক সরবরাহকারী আমজাদকে ২০ নভেম্বর পর্যন্ত এনআইএর হেফাজতে রাখার নির্দেশ দিলেন কোলকাতার নগর দায়রা আদালত।