আলমডাঙ্গায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ইকো পার্ক উদ্বোধন

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ইকো পার্ক উদ্বোধন করলেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। এ সময় প্রতিবন্ধি শিশুদের মাঝে ৮টি হুইল চেয়ার বিতরণ করেন।

alamdangai park udbodon

গতকাল রোববার বিকেলে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, সাবেক উপজেলা আওয়ামী লীগের সম্পাদক শহিদুল ইসলাম খান, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মামুন অর-রশিদ, ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি সানোয়ার হোসেন লাল্ডু, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, উপজেলা আওয়অমী লীগের ক্রীড়া সম্পাদক ও বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিদ, উপ প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি সানোয়ার হোসেন লাল্ডু। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হক, সম্পাদক আশরাফুল আলম, মোল্লা ফেরদৌসউল রিজভী, রাকিবুস সালেহীন, আওয়ামী লীগ নেতা অল্টু, আ. হান্নান, প্রভাষক টুটুল, খবির নাহিদ, আনিস, যুবলীগ নেতা পিন্টু, মিজান, বুলবুল, টগর, মোজাম্মেল, টুটুল, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, সম্পাদক সেলিম রেজা তপন, পৌর ছাত্রলীগের সম্পাদক তমাল, রিমন, উপজেলা ছাত্রলীগের যুগ্মসম্পাদক তামিম, প্রচার সম্পাদক জাইদুল, কাফি প্রমুখ।

এরপর হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি নেতাকর্মীদের সাথে নিয়ে আলমডাঙ্গা ঐতিহ্যবাহী সাত কপাটে বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ইকো পার্ক উদ্বোধন করেন। পার্ক উদ্বোধন উপলক্ষে গতকাল রোববার বিকেলে আলোচনাসভা ও বৃক্ষ রোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পার্ক উদ্বোধনী অনুষ্ঠানে বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সাবেক রাবির ছাত্রলীগ নেতা সাদেকুর রহমান পলাশের সভাপতিত্বে ও পার্ক বাস্তবায়ন কমিটির যুগ্মসম্পাদক সোহেল রানা শাহিনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক শাহিন রেজা শাহিন, পৌর যুবলীগের সভাপতি আ. গাফফার, টগর, সাইফুর রহমান পিন্টু, মিজানুর রহমান মিজান, ফারুক, বুলবুল, টুটুল, রাজু, ছাত্রলীগ নেতা উৎপল, টুকুল, জাহাঙ্গীর, রনি, সুরুজ, সুমন, রিয়াজ, লিমন, রুবেল, সজীব, সাগর, টিটন প্রমুখ।