চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে অবৈধ কোমর অপসারণের কাজ শুরু

মাথাভাঙ্গা বাঁচাও চুয়াডাঙ্গা বাঁচাও স্লোগানকে সামনে রেখে

 

স্টাফ রিপোর্টার: মাথাভাঙ্গা বাঁচাও চুয়াডাঙ্গা বাঁচাও স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে অবৈধ কোমর অপসারণের কাজ শুরু হয়েছে। জাতীয় সংসদের হুইপ সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি প্রধান অতিথি হিসেবে গতকাল রোববার সকাল সাতটায় কার্যক্রমের উদ্বোধন করেন। প্রথমদিনে চুয়াডাঙ্গা জেলা কারাগারের পেছন থেকে হাতিকাটা পর্যন্ত শতাধিক কোমর অপসারণ করা হয়।

DSC08144

অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ এ কাজ বাস্তবায়ন করছে। সদর উপজেলার চারটি ইউনিয়নের ১৯০ জন শ্রমিক কাজে অংশ নিচ্ছে। এ উপলক্ষে চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লায় মাথাভাঙ্গা নদীর তীরে আয়োজিত আলোচনা সভায় হুইপ ছেলুন জোয়ার্দ্দার প্রধান অতিথির বক্তব্য দেন। সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন বিশেষ অতিথির বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনউজ্জান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত ও কোহিনুর বেগম, জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল হাসান, সদর সহকারী মৎস্য কর্মকর্তা শহীদুল ইসলাম এবং শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান, আলুকদিয়া ইউপি চেয়ারম্যান আক্তাউর রহমান মুকুল, মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের মণ্ডল ও মৎস্য অফিসের ফিল্ড অ্যাসিসটেন্ট আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার বলেন, বৃহত্তর স্বার্থে ব্যক্তি স্বার্থ ত্যাগ করতে হবে। যতোদিন নদীর অবৈধ কোমর উদ্ধার হবে না, ততোদিন এ অভিযান চলবে। পর্যায়ক্রমে অন্যান্য উপজেলায় অভিযান চলবে। এরপর যদি কেউ কোমর দেয়ার চেষ্টা করে তাকে আইনের আওতায় আনা হবে।