রোমাঞ্চকর জয়ে সিরিজ বাংলাদেশের

স্টাফ রিপোর্টার: শেষ বলে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ২ রান। স্ট্রাইকিং প্রান্তে রাজন। রাজন পারবেন বাংলাদেশকে জয় এনে দিতে? রাজন পারলেন, শেষ বলে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে উপহার দিলেন রোমাঞ্চকর এক জয়। ওয়ালটন হুইলচেয়ার ক্রিকেট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ভারতকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচের সিরিজও ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল। গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে ২০ ওভারের ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৪ বল বাকি থাকতে ২২৩ রানে অলআউট হয় ভারত হুইলচেয়ার ক্রিকেট দল। সফরকারী দলটির হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন শহীদ। বাংলাদেশের উজ্জ্বল ৪ ওভারে ২৮ রান দিয়ে হ্যাটট্রিকসহ ৫ উইকেট নেন। আগের ম্যাচেও হ্যাটট্রিক করেছিলেন তিনি। লক্ষ্য তাড়ায় ১৫ রানেই দুই ওপেনার মিথুন ও উজ্জ্বলের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। দলীয় ৬১ রানে ফিরে যান মহসিনও। তবে চতুর্থ উইকেটে সাজ্জাত (৫৪) ও মহিদুলের (৪৮) ৮৭ রানের বড় জুটিতে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা।

টানটান উত্তেজনার ম্যাচে শেষ ওভারে ১৫ রান নিয়ে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেয়া রাজন ১১ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৩৪ রানে অপরাজিত ছিলেন। টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করা বাংলাদেশের উজ্জ্বল ম্যাচসেরা এবং সিরিজ সেরার পুরস্কার জিতেছেন।

আগের দিন প্রথম ম্যাচে হেরেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় স্বাগতিকরা। আর শনিবার শেষ ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতলো তারা।