হত্যাকাণ্ড ঠেকানোর জন্য ৪ বিদেশিকে পুরস্কৃত করলো ফ্রান্স

 

মাথাভাঙ্গা মনিটর: ফ্রান্সের একটি ট্রেনে মরক্কোর এক বন্দুকধারীকে ধরাশায়ী করে হত্যাকাণ্ড প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ তিন আমেরিকান ও এক ব্রিটিশকে লিজিয়ঁ দ্য অনার পুরস্কারে ভূষিত করা হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদ গতকাল সোমবার এ পুরস্কার দেন। এটি সাহসিকতার জন্য ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা। এলিসি প্রেসিডেন্ট প্রাসাদে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে ওলাঁদ বলেন, এক সন্ত্রাসী হামলার সিদ্ধান্ত নিয়েছিলো। হত্যাকাণ্ড ঘটাতে তার কাছে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ ছিলো। আপনারা যদি নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তাদের পাকড়াও করতে না পারতেন তাহলে সে হত্যাকাণ্ড ঘটাতো।