সাগরে ভেসে এলো ১০৮ বছরের পুরোনো বার্তা

মাথাভাঙ্গা মনিটর: ১০৮ বছরেরও বেশি সময় আগে সমুদ্রে ছুঁড়ে ফেলা একটি বোতল সম্প্রতি সৈকতে ভেসে এসেছে। বোতলের ভেতরে বার্তা লেখা একটি পোস্টকার্ড পাওয়া গেছে। ১৯০৪ থেকে ১৯০৬ সালের মধ্যবর্তী কোনো এক সময় বোতলটি উত্তর মহাসাগরে ছোঁড়া হয়েছিলো। এ বছর এপ্রিলে জার্মানির আমরাম সৈকতে এক নারী এ বোতল খুঁজে পান। পোস্টকার্ডে বোতলটি যুক্তরাজ্যের মেরিন বায়োলজিকাল অ্যাসোসিয়েশনের ঠিকানায় পাঠিয়ে দেয়ার কথা বলা হয়েছে। মেরিন বায়োলজিকাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, সমুদ্রের ঢেউয়ের গতিবিধি নিয়ে গবেষণার অংশ হিসেবে তারা প্রায় এক হাজার বোতল সমুদ্রে ছুঁড়ে ফেলেছিলেন। প্রতিটি বোতলে একটি করে পোস্টকার্ড ঢুকিয়ে দেয়া হয়। পোস্টকার্ডে লেখা ছিলো, বোতল ফেরত দেয়ার বিনিময়ে প্রত্যেককে এক শিলিং (তৎকালীন ব্রিটিশ মুদ্রা) করে দেয়া হবে। জার্মানির ডাক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী ম্যারিয়ান উইঙ্কলেরকে বোতলটির জন্য অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি পুরনো আমলের শিলিং দেয়া হয়েছে। এ ঘটনাটি বোতলের ভেতর খুঁজে পাওয়া সবচেয়ে পুরোনো বার্তার নতুন বিশ্ব রেকর্ড গড়বে বলে আশা করছেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। এর আগে ২০১৩ সালের জুলাইয়ে শেটল্যান্ড দ্বীপের পশ্চিমে ৯৯ বছর ৪৩ দিনের পুরনো বার্তা বহনকারী একটি বোতল খুঁজে পাওয়া যায়। বর্তমানে এটিই সবচেয়ে পুরনো বার্তাবাহী বোতলের বিশ্ব রেকর্ড।