সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে জনগণকে এগিয়ে আসতে হবে

কার্পাসডাঙ্গায় কমিউনিটি পুলিশিং সমাবেশে ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন

 

মোস্তাফিজ কচি/শরিফ রতন: ‘পুলিশি জনতা, জনতাই পুলিশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এলাকায় পুলিশিং সমাবেশে সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে জনগণকে লাঠি ও বাঁশ তুলে দিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন। গতকাল বিকেল ৪টায় কার্পাসডাঙ্গা ঈদগা মাঠে প্রথম পর্বের আলোচনাসভায় দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন জনতার হাতে এসব বাঁশ-লাঠি তুলে দেন।

বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা সার্কেল মো. কলিমুল্লাহ। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. বজলুর রহমান, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, ইটভাটা মালিক আব্দুল মালেক মিয়া, বরুন বোস, মান্নান মিয়া, মতিয়ার রহমান, জগন্নাথ বসু, আব্দুল কাদের, নাসির উদ্দিন, পল্টু মিয়া, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুস সালাম বিশ্বাস, ইউপি সদস্য আব্দুল হাকিম, মুকুল মোল্লা, মনির বিশ্বাস, মন্টু, আসলাম, মকলেছুর রহমান রিপন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা, এসআই সুব্রত, এএসআই মুহিত হাসান, এএসআই আলমগীর হোসেন, অবসরপ্রাপ্ত সার্জেন্ট সাইদুর রহমান সাইদ প্রমুখ। প্রধান অতিথি তার বক্তেব্যে বলেন, জনগণকে একত্রিত হয়ে সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং যারা যুবক আছেন তাদের উদ্দেশে বলতে চাই, শক্তি ও মনোবল দিয়ে তাদেরকে মোকাবেলা করতে হবে। চাঁদাবাজরা আপনাদেরকে হুমকি দিলে আপনারা সাথে সাথে পুলিশকে জানান। ইতোমধ্যে আমরা চাঁদাবাজচক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছি। অতি শিগগিরই আরও ধরতে সক্ষম হবো। অনুষ্ঠানটি উপস্থাপন করেন শামীম চৌধুরী।