সস্তায় বিভিন্ন দামী সামগ্রী দেয়ার প্রলোভনে মানুষকে ঠকাচ্ছে একটি চক্র : মালয়েশিয়ায় ৭৬৭ বাংলাদেশি আটক

 

মাথাভাঙ্গা মনিটর: মালয়েশিয়ার পোর্ট ডিকসনে একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে ৭৬৭ বাংলাদেশিসহ ৯৩৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, রোববার পোর্ট ডিকসনের জিমাহ এলাকায় ওই অভিযান চালানো হয়। নেগেরি সেম্বাইলান রাজ্য ইমিগ্রেশন পুলিশের পরিচালক হাপজান হুসাইনি জানিয়েছেন, আটক সবার বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে। তাদের মধ্যে ৭৬৭ জন বাংলাদেশ, ৮০ জন পাকিস্তান, ৫০ জন ভারত, ২২ জন ইন্দোনেশিয়া, ১৩ জন শ্রীলঙ্কা, তিনজন মিয়ানমার ও একজন নেপালের নাগরিক বলে বারনামার তথ্য। তাদের বিরুদ্ধে জাল ভিসা ব্যবহার, বৈধ কাগজপত্র ছাড়া বা মেয়াদপূর্তির পরও মালয়েশিয়ায় অবস্থানসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে।

মালয়েশিয়া বাংলাদেশের জনশক্তি রফতানির অন্যতম বড় বাজার। বর্তমানে বিভিন্ন পেশায় প্রায় ছয় লাখ বাংলাদেশি সেখানে রয়েছেন। তবে আরো বহু বাংলাদেশি অবৈধভাবে সেখানে পাম বাগান, নির্মাণসহ বিভিন্ন খাতে স্বল্প মজুরিতে কাজ করছেন বা দালালের খপ্পরে পড়ে শ্রম দিতে বাধ্য হচ্ছেন। যাদের চাকরির মেয়াদ শেষ হয়ে গেছে তাদের নিয়োগের চুক্তি নবায়নের সুযোগ দিতে চলতি বছরের ফেব্রুয়ারিতে আবেদন নেয়া শুরু করে মালয়েশিয়া সরকার। কিন্তু খুব বেশি সাড়া মেলিনি বলে মালয়েশিয়ার সংবাদ মাধ্যমের খবর। চুক্তি নবায়নের ওই সুযোগ শেষে মালয়েশিয়া সরকার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু করে। চলতি বছর ২০ ফেব্রুয়ারি এক রাতেই বাংলাদেশিসহ ৯৭১ জন বিদেশি নাগরিককে আটক করা হয়। এরপরেও বিভিন্ন সময়ে অবৈধভাবে মালয়েশিয়ায় অবস্থানের অভিযোগে বহু বাংলাদেশি আটক হয়েছেন।