সদাবরিতে পিলার পুঁতে রাস্তার জমি দখলের অভিযোগ : দুর্ঘটনার আশঙ্কা

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: সদাবরিতে জোরপূর্বক রাস্তার ওপর পিলার পুঁতে রাস্তার জমি দখল করে নেয়ার অভিযোগ উঠেছে সদাবরি গ্রামের আব্দুর রহমানের ছেলে লিটনের বিরুদ্ধে। রাস্তার ওপর পিলার পুঁতার কারণে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

জানা গেছে, কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরি গ্রামের মাঝ পাড়ায় মোড়ের মাথায় আব্দুর রহমানের ছেলে লিটনের একটি বড় দোকান আছে। এই দোকানের পাশে রাস্তার ওপর সে সিমেন্টের বড় বড় পিলার পুঁতে রাস্তার জমি দখল করে নেয়ার অভিযোগ তুলেছে গ্রামবাসী। রাস্তার ওপর পিলার পুঁতার কারণে বড় কোনো যানবাহন যেতে পারছে না গন্তব্য স্থানে। এ বিষয়ে লিটনের কাছে জানতে চাইলে তিনি জানান, এই রাস্তাটি আমার। তাই আমি অর্ধেক রাস্তা নিয়েছি আর সরকারকে অর্ধেক দিয়েছি। এদিকে গ্রামের বেশ কিছু সচেতন ব্যক্তি জানান, লিটন ক্ষমতার দাপট দেখিয়ে সদাবরি গ্রামের প্রধান রাস্তার ওপর পিলার পুঁতে জমি দখল করে নিয়েছে। আমরা কিছু বলতে গেলে আমাদের বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয় এবং এই পিলার পুঁতার কারণে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে ওখানে। রাস্তার জমি দখল রোধ এবং দুর্ঘটনা এড়াতে বিষয়টি প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।