চুয়াডাঙ্গায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল হতে দেয়নি পুলিশ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা ছাত্রদলের একাংশের কিছু নেতা কর্মী গতকাল বুধবার বিকেলে কেদারগঞ্জস্থ কার্যলয় থেকে বের হলে সামনে বাধা হয়ে দাঁড়ায় পুলিশ। ব্যনার নিয়ে পুলিশের সামনে কিছুক্ষণ অবস্থানের পর সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যদিয়ে শেষ হয় আয়োজন।

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাজান খান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা ও মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিলটি বের হতেই পুলিশ বাধার মুখে পড়ে। দলীয় কার্যালয়ে ফিরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। শাহাজান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ আরিফুল ইসলাম পরিচালনা করেন। রনি বিশ্বাস, মাহবুব, কায়েশ, সুঞ্জন, শুভ, লতিফ বক্তব্য দেন বলে প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বক্তারা বলেন, দেশের অবৈধ সরকার অবৈধভাবে তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করেছে। এসব মামলা প্রত্যাহার করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।