বাল্যবিয়ের আয়োজন করায় গাংনীতে কনের পিতার জরিমানা

গাংনী প্রতিনিধি: বাল্যবিয়ের আয়োজন করায় মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা গ্রামের জয়নাল আবেদীনের কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন এ জরিমানা আদায় করেন।

গাংনীর চৌগাছা গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে পৌর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী বন্যা খাতুনের সাথে দৌলতপুরের শেয়ালা গ্রামের বিল্লাল হোসেনের বিয়ের দিন ধার্য করা হয়। গতকাল বুধবার দুপুরে বিয়ে সম্পন্ন করার লক্ষ্যে সকল আয়োজন প্রায় সম্পন্ন। ঠিক সেই মুহূর্তে হাজির হন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের পিতার কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করেন। সেই সাথে অপ্রাপ্ত বয়সে বিয়ে দেবেন না বলেও মুচলেকা আদায় করা হয়। গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন জানান, বাল্যবিয়ে আইনত দণ্ডনীয় অপরাধ। সেহেতু ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা আদায় ও মুচলেকা নেয়া হয়েছে।